Bangladeshicanadian

A site for Bangladeshis abroad

Uncategorized

আপনি ইমিগ্র্যান্ট হয়ে ক্যানাডার আসতে চান ?

নং ১. আপনি যদি খুব ধনী হন তাহলে ইনভেস্টর ইমিগ্র্যান্ট হিসেবে আসতে পারেন। অনেক বাংলাদেশী ধনী মানুষ ইনভেস্টর ইমিগ্র্যান্ট হিসেবে ক্যানাডায় এসেছেন। তাদের অনেকেই এখানে বাড়িঘর কিনে সেখানে তাদের স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে রেখে তারা নিজেরা বাংলাদেশে আসা যাওয়া করেন। বেগম সাহেবারা তাদের সংসার দেখাশুনা করেন এবং ছেলে মেয়েদের যত্ন নেন। টরন্টো এরিয়ায় কোন কোন এলাকা আছে যেখানে অনেক ইনভেস্টর ইমিগ্র্যান্টরা বাসস্থান স্থাপন করেছেন। এই এলাকাগুলোকে বলা হয় বেগম পারা কারণ সেখানে বেগম সাহেবরা তাদের সংসার চালান।

নং ২. আপনি যদি কোন ইমিগ্রান্ট অথবা সিটিজেনকে বিয়ে করেন তাহলেও ইমিগ্রান্ট হিসেবে আসা অত্যন্ত সহজ।

নং ৩. আপনি লেখাপড়া শেষ করার পর এখানে ইমিগ্রান্ট হিসেবে থাকার সুযোগ পাবেন।

নং ৪. আপনি যদি পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করে থাকেন এবং আপনার কাজে যদি অনেক অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এদেশে আসতে পারেন। বিশেষ করে আপনি যদি ইঞ্জিনিয়ার, কম্পিউটার সাইন্টিস্ট অথবা অন্য কোনো বিষয়য়ে এক্সপার্ট হন এবংভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনার পক্ষে এদেশে আশা সম্ভব। এছাড়া আপনাকে ইংরেজি অথবা ফরাসী ভাষা খুব ভালোভাবে জানতে হবে। এ দুটো ভাষা জানলে আরো ভালো হয়। বাংলাদেশে ফরাসী ভাষা শেখা অসম্ভব না। ঢাকায় Alliance Franchise নামে একটা জায়গা আছে যেখানে ফরাসী শেখানো হয়।

(চলবে )

58 Comments

  1. You need to add good post. because work good.

  2. Hi, after reading this awesome article i am too delighted to share my know-how here with colleagues.Also visit my blog post – ขายเฮโรอีน

  3. I agree with your point of view, your article has given me a lot of help and benefited me a lot. Thanks. Hope you continue to write such excellent articles.

  4. I read your article carefully, it helped me a lot, I hope to see more related articles in the future. thanks for sharing.

Leave a Reply

Theme by Anders Norén