দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়
দাম দিছি প্রাণ লক্ষকোটি জানা আছে জগৎময়।
অমর শিল্পী আব্দুল লতিফ
গোলাম সরোয়ার সাহেব লিখেছেন: “”আমি দাম দিয়ে কিনেছি বাংলা” .
আর কি কোন গান লাগে এদেশের ইতিহাসের জন্য ? শ্রদ্ধায় অবনত আমরা বাঙালীরা। হে শ্রদ্ধেয় আপনার ঋন শোধাবার নয় এ জাতীর। আপনি অমর অক্ষয় বাংলার ইতিহাসে। আমার অনুরোধ বাংলাদেশ টেলিভিশন, বেতার সহ সমস্ত চ্যানেল ও ফেসবুক লাইভ এর মাধ্যমে তাঁকে যেন সমুখে তুলে ধরি !! আগামী ২৬ শে ফেব্রুয়ারী তাঁর প্রয়ান দিবস। আশাকরি তাঁর গান সহ তাঁকে যেন তুলে ধরা হয় এ বিষয়ে এদেশের প্রত্যেক টি ফেসবুক লাইভ পরিচালক গন ও বিটিভি সহ প্রতিটি চ্যানেল কে অনুরোধ করছি। এবং তাঁর সকল গানের কপিরাইট স্বত্ব সার্টিফিকেট তাঁর সন্তানদের কে দেওয়ার ও বিনীত অনুরোধ করছি। সকল বিষয়ের কর্তৃপক্ষ তাঁর যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও সম্মান জানাবেন আশাকরছি। আবারো শ্রদ্ধা হে গুনি আপনাকে।
https://www.facebook.com/596788770510101/videos/1214431655380964