প্রথমতঃ , যখন যে দোয়া আমার মনে শান্তি আনে তখন আমি সে দোয়া পড়ি। দ্বিতীয়ত, আমি আল্লাহকে কখনও মনে মনে এবং কখনও উচ্চশ্বরে স্মরণ করি। আমি গাড়ি চালাবার সময় একা থাকলে গাড়ির দরজা জানালা বন্ধ করে চিৎকার করে আল্লাহর নাম করি। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো যে আল্লাহকে স্মরণ করার সময় আমাদের দরকার মনের সম্পূর্ণ একাগ্রতা। আমি যখন কোনো বিপদের সম্মুখীন হই তখন নিম্নোক্ত দোয়া কখানার একখানা বা একের অধিক দোয়া পড়ি। ( আক্ষরিক অনুবাদ নয়I).
লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যেল আজিম।
( সমস্ত ক্ষমতা ও শক্তি একমাত্র সর্বশক্তিমান আল্লাহর I)হাসবুনাল্লাহু ওয়া নে’মাল ওকীল।
( আল্লাহর সহায়তা যথেষ্ট এবং আল্লাহ সবচাইতে ভালো রক্ষক। )নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব।
( আল্লাহর কাছ থেকে সাহায্য আসছে এবং শীঘ্রই হবে জয় ।)ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
( নিশ্চয় সবকিছু আল্লাহর এবং সবকিছু তার কাছেই ফিরে যায়।)

বেশির ভাগ সময় বিভিন্ন অবস্থায় আমি নিম্নোক্ত দোয়া দুখানা পড়ি। যখন শ্বাস নেই তখন বলি ‘লা ইলাহা’ ইল্লাল্লাহ।যখন শ্বাস ছেড়ে দেই তখন বলি ‘ইল্লাল্লাহ।’ একইভাবে, শ্বাস নেওয়ার সময় ‘আল্লাহ’ , আর শ্বাস ছেড়ে দেওয়ার সময় ‘হু’ .

লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই।

আল্লা-হু I