তার নাম ছিল খালেদা ফ্যানসি খানম। তিনি প্রশস্ত লাল পাড়ের সাদা শাড়ী পরে হাঁটতেন। তার চুল এবং কপালের উপরের অংশটি তার শাড়ির আচল দিয়ে ঢাকা থাকতো। তিনি নিচের দিকে তাকিয়ে হাঁটতেন। খালেদা আপা ছিলেন স্বল্পভাষী। আমরা ছাত্রছাত্রীরা তাকে শ্রদ্ধা করতাম। ছাত্র হিসাবে আমি খালেদা আপার এক বছরের জুনিয়র ছিলাম। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ ছোট ছিল – মোট ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী – আমি কখনও অপার সাথে কথা বলিনি। তিনি খুব কম ছেলেদের সাথেই কথা বলতেন। তিনি ছিলেন অসাধারণ সুন্দরী, বেগমের লেখিকা এবং রেডিও পাকিস্তানের সুপরিচিত গায়ীকা । তিনি ভারতের খুব সম্মানিত এক পরিবারের মেয়ে। পরে তিনি অনেক বই লেখেন।
১৯৮৪ সালে খালেদা আপা তাঁর পরিবার নিয়ে ক্যানাডার মন্ট্রিয়াল শহরে আসেন। এখানে আমরা ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু হয়ে উঠি। 1987 সালে আমাদের বন্ধুত্ত একটি আত্মীয়তায় পরিণত হয়। অপার মেয়ে নওশীন এবং আমাদের ছেলে হামিদের বিয়ে হয়। আত্মীয়তা হওয়ার পরেও এখন পর্যন্ত আমরা একে অপরকে আগের মতোই সম্বোধন করি। আমি তাকে ডাকি আপা, আর তিনি আমাকে ডাকেন রব, আমার নাম।
আল্লাহ সুবহানাহু তায়ালা আপাকে সুস্থ রাখুন ও দীর্ঘায়ু করুন।
https://www.facebook.com/khaledamanzurikhuda/videos/392650604431283