ছোট বড়
হরিশচন্দ্র মিত্র
বড় কে
আপনারে বড় বলে, বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়।
বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার
সংসারে সে বড় হয়, বড় গুণ যার।
গুণেতে হইলে বড়, বড় বলে সবে
বড় যদি হতে চাও, ছোট হও তবে।
এই কবিতাটা আমার খুব ভালো লাগে। তবে শ্রদ্ধেয় কবি হরিশচন্দ্র মিত্র বাবুর সাথে আমার কিছুটা মতভেদ আছে। তিনি চান যে আমরা ছোট হয়ে সত্যিকারের অর্থে বড়ো হই। তিনি বলেন, “বড় যদি হতে চাও, ছোট হও তবে।” আমি বলবো আমি ছোট হয়ে ছোটই থাকতে চাই। আমার বড়ো হবার কোনো ইচ্ছা নাই। আল্লাহ যেন আমাকে ক্ষুদ্র ও বিনয়ী পাখি করে রাখেন, বিশাল ও শক্তিশালী হাতি নয়।
ক্ষুদ্র পাখি                                                                                                                                        বিশাল হাতি