প্রচুর সংখ্যক বন্ধুরা আমার সঠিক কথা বলা সম্বন্ধে নিবন্ধটি পড়তে চেয়েছিলেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। গত দু’দিন ধরে আমি তাদের কাছে এই নিবন্ধটির কপি পাঠাচ্ছি।
আমার বাংলা বইখানা “বরিশালের ধানক্ষেতের লাঙ্গল ছেড়ে এসে ক্যানাডার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক” গত মাসে ঢাকায় প্রকাশিত হয়েছে। আমি আমার ইংরেজি ও বাংলা বইগুলো কখনও বিক্রি করিনি। আমি সেগুলো মানুষকে উপহার হিসেবে দিয়েছি। আমার কাছে বর্তমান বইটির মাত্র চারশ কপি আছে: ঢাকায় 200 কপি এবং বরিশালে 200 কপি। স্বাভাবিকভাবেই আমার পক্ষে আমার সমস্ত ফেস বুক বন্ধুদের এই বইটি উপহার দাওয়া সম্ভব নয়। তবে আপনি চাইলে আমি আপনার মেসেজ বক্সে একটি ইলেকট্রনিক কপি পাঠিয়ে দিতে পারি। তবে এ কাজটা করতে আমাকে কিছুটা সময় দিতে হবে । আমার মনে হয় আপনারা অনেকেই এই বইখানা পড়তে পছন্দ করবেন।

