শিল্পী আব্দুল লতিফ – ২
বন্ধুরা আমাকে অনুরোধ করেছেন শিল্পী আব্দুল লতিফ সাহেব সম্বন্ধে আরো কিছু বলতে I তাই ঠিক করেছি যে মাঝে মাঝে তার সম্বন্ধে দু’একটা কথা বলব I
যখন কোনো একটা ঘটনা ঘটত তখনি উনি কাগজ কলম নিয়ে বসে যেতেন এবং সেই ঘটনার উপর একখানা গান লেখে এবং সুর দিয়ে গেয়ে দিতেন I শেরে বাংলা এ. কে. ফজলুল হক সাহেবের মৃত্যুর কথা শুনেই তিনি বসে গেলেন গান লিখতে I ওই দিনই তিনি তার অনেক লম্বা মর্সিয়া গাইলেন রেডিওতে I সেদিন সমস্ত বাঙালি জাতি কেদেছিল তার সেই মর্সিয়া শুনে I একদিন আমার স্ত্রী এবং ছোট মেয়ে শিরিন তার বাড়িতে বেড়াতে গেল I উনি জানতে পারলেন যে সেদিন ছিল শিরিনের জন্ম দিন I তখনই তিনি গান লিখে ও সুর দিয়ে গাইলেন: “শিরিন বুবুর জন্ম দিনে …”