যেদেশের সরকার সমস্ত সুবিধাবঞ্চিত — দরিদ্র, প্রতিবন্ধী, বৃদ্ধ, ও সংখ্যালঘু — মানুষদের বিশেষ যত্ন নেয়;
যেদেশের সরকার প্রত্যেকটা মানুষের জীবনের চারটি অপরিহার্য চাহিদার দায়ীত্ব নেয় — খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা;
যেদেশের গভর্নর জেনারেল একজন আদিবাসী মহিলা;
যেদেশের ট্রান্সপোর্ট মিনিস্টার এবং আবাসন, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি মিনিস্টার দু’জনই মুসলিম, দীর্ঘদিন ধরে ইমিগ্রেশন মিনিস্টার ছিলেন একজন সোমালিয়ার শরণার্থী মুসলিম, আরেকজন শক্তিশালী মন্ত্রী ছিলেন আফগানিস্তানের একজন উদ্বাস্তু মহিলা, এবং একজন সুপ্রিম কোর্টের বিচারক মুসলিম;
যেদেশে বেশ কয়েকজন মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত, এবং যিনি ক্যানাডিয়ানদের জন্য সমস্ত ঔষধের অনুমোদন দান করেন তিনি একজন অল্প বয়সের ভারতীয় মহিলা ডাক্তার;
যেদেশে আছে প্রকৃত স্বাধীনতা যার ফলে আপনি যেভাবে চান সেভাবে জীবনযাপন করতে পারেন, আপনি যা চান তাই করতে পারেন, এবং আপনি যা চান তাই বলতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের অধিকারে আঘাত না দেন;
যেদেশের মানুষ ভ্যাজাল কথাটার অর্থ জানেনা, কারন সেখানে ভ্যাজাল বলতে কিছু নাই;
যেদেশে সিরিয়া থেকে উদ্বাস্তুদের এয়ারপোর্টে স্বাগত জানাতে গিয়ে প্রাইম মিনিস্টার কেঁদে ফেলেন, এবং
যেদেশের প্রধানমন্ত্রী একজন সামান্যতম নাগরিক ডক্টর আব্দুর রাব্বের মনট্রিয়ালের বাড়িতে এসেছিলেন তার কাছ থেকে ঈদুল আধহার তাৎপর্য জানতে ও বাংলাদেশী খাবার দিয়ে নৈশভোজ করতে;
সেই দেশটির নাম ক্যানাডা। কি একটি সুমধুর নাম! ক্যা না ডা I আলহামদুলিল্লাহ, আমরা যারা ক্যানাডায় বসবাস করি তারা অত্যন্ত ভাগ্যবান।
আমি প্রায় ষাট বছর ধরে আমার ছাত্র-ছাত্রীসহ জনগণকে বলে আসছি যে ক্যানাডায় আপনি যদি সৎ হন এবং কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি নিশ্চয়ই সফলতা অর্জন করবেন। মন্ট্রিয়েলের বাংলাদেশি কমিউনিটির সফলতা এর একটি ভালো উদাহরণ। আমাদের কমিউনিটির বেশিরভাগ মানুষ প্রায় 40 বছর আগে এখানে এসেছেন। এদের অনেকেই ক্যানাডায় তাদের নিজেদের দেশের শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারেনি। তাই তারা বিভিন্ন রকমের ছোট বড়ো কাজ করে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছে। কখনও কখনও তারা প্রতিদিন দুটা তিনটা কাজ করেছে। এখন আমরা বাংলাদেশিরা একটি প্রতিষ্ঠিত কমিউনিটি। আমি ব্রিটিশ এবং ফরাসী ছাড়া অন্য কোন ইমিগ্রান্ট কমিউনিটির কথা জানি না যারা এত অল্প সময়ে বাংলাদেশিদের মতো তাদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
আমাদের অনেক বাংলাদেশী বন্ধুরা ব্যবসায় অসাধারণ সফলতা অর্জন করেছে। । তাদের অনেকেই বাড়িঘর কেনা, বিক্রি করা, সংস্কার করা ও ভাড়া দেওয়ার ব্যবসায় পারদর্শী। আমি শুনেছি আমাদের কোনো কোনো বন্ধুর ৩০০/4০০ টি ভাড়ার ফ্লাট আছে। ১০০/১৫0 টি ফ্ল্যাটের মালিক নাকি অনেক। কিছুদিন আগে আমার এক বন্ধু বললেন, “স্যার, এই সপ্তায় আমি একটা রাস্তায় ১০০টি বাড়ি কিনেছি।” আমি খুব খুশি হয়ে জিজ্ঞেস করলাম, “কত দাম?” তিনি বললেন, “পনেরো মিলিয়ন ডলার ।” এই সপ্তায় আমার এক বন্ধু আমাকে কল করে বললেন, “স্যার, আমার বাড়িটা এক ক্রেতা আসি লক্ষ্ ডলার দিয়ে কিনতে চায়। আমি এই বাড়িটা বিক্রি করবো কিনা তার পরামর্শের জন্য আমি আপনাকে কল কোরেছি।“
“কত ডলার দিয়ে এই ভবনটি কিনেছিলেন?”
“৪৪ লক্ষ্ ডলার দিয়ে।”
“কত বছর আগে?”
“প্রায় ন’বছর আগে। “
ন’বছরে ভবপনটির দাম প্রায় দ্বিগুন হয়ে গেছে। এ রকম খবর মাঝে মাঝে আমার্ বন্ধুদের কাছ থেকে শুনতে পাই।
আমাদের কমিউনিটির অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আমাদের দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের তরুণরা এই মহান দেশে চিকিৎসা, প্রকৌশল, আইন এবং অন্যান্য পেশায় নেতৃত্ব দিচ্ছে।
এখন আমি একটি কঠোর পরিশ্রমী এবং সফলতা অর্জন করা বাংলাদেশী পরিবার সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। ভদ্রলোক এবং তার স্ত্রী ২৪ বছর আগে মন্ট্রিয়ালে আসেন। যেহেতু তাদের বাংলাদেশী শিক্ষা কানাডায় খুব একটা কাজে আসেনি, তাই তারা ছোটখাটো কাজে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। সে পরিবারের মহিলাটি জীবিকা অর্জন, সংসার চালানো , সন্তানদের লেখাপড়া এবং ব্যবসা শুরু ও পরিচালনা করায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তাদের দুটি বড় সন্তান পড়াশোনা করেছে সেরা ফ্রেঞ্চ প্রাইভেট স্কুলে যেখানে শিক্ষিত হয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং তার পিতা মহান পিয়ার ইলিয়ট ট্রুডো। তাদের মেয়েটি এখন ডেন্টিস্ট হচ্ছে এবং তাদের ছেলে কম্পিউটার সাইন্সের ডিগ্রি প্রায় শেষ করেছে। তাদের তৃতীয় সন্তান মন্ট্রিয়ালের একটি ভাল আন্তর্জাতিক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। এই ছেলেমেয়েরা মসজিদের স্কুলে আরবি এবং ইসলামিয়াত শিখেছে। তারা তাদের নিজস্ব মাতৃভাষা বাংলাও শিখেছে । এরা সবাই ভদ্র, নম্র, বিনয়ী এবং শ্রদ্ধাশীল।
স্বামী-স্ত্রী দুজনে ধীরে ধীরে তাদের সঞ্চয়ের অর্থ বিনিয়োগ করেছেন। এখন তারা সাতটি ভবনের মালিক। তারা এই সাতটি ভবনে ৩৩ টি ফ্ল্যাট ভাড়া দেন । তাদের নিজেদের থাকার বাড়িটিও বড় ও সুন্দর। ভদ্রলোক এবং তার স্ত্রীর পিএইচ। ডি ডিগ্রি না থাকতে পারে, বা তারা কোনো কোম্পানির প্রেসিডেন্টের পদে অধিষ্ঠিত না থাকতে পারেন, কিন্তু তারা মানুষকে ভালোবাসেন, সম্মান করেন এবং যত্ন করেন I তারা মানুষের দুঃখ দুর্দশা দেখলে তাদের সাহায্য করতে ঝাঁপিয়ে পরেন। আমি ও আমার স্ত্রী তাদের ঘনিষ্ট বন্ধু হতে পেরে সম্মানিত বোধ করি।
এই পরিবারের বাড়ির পিছনে একটি বড় সবজি বাগান আছে। সেই বাগানে অনেক ধরনের বাংলাদেশী সবজি চাষ করা হয়েছে। গত শনিবার আমরা তাদের বাড়িতে আমন্ত্রিত হয়েছিলাম। তারা আমাদের জন্য অনেক ধরণের খাবার দিয়ে একটি ভোজের আয়োজন করেছিলেন। আমি দেখলাম ভদ্রমহিলা তাদের প্রতিবেশীদের বাড়িতে খাবার নিয়ে গেলেন। তিনি আমাকে বললেন যে পাশের বাড়িতে বৃদ্ধ ইতালীয়ানরা থাকেন, এবং তারা তার রান্না বাংলাদেশি খাবার খেতে পছন্দ করেন । আমরা যখন তাদের বাড়ি ছাড়ার পরিকল্পনা করছিলাম তখন তারা অনেক ধরনের বাংলাদেশী সবজি দিয়ে আমার গাড়ির ট্রাঙ্ক ভরে দিলেন ।
১. তাদের বাড়ি ২. মিষ্টি কুমড়া 3. সবুজ বেগুন ৪. বেগুন ৫. . লাউ ৬.. দুন্দুল ৭. কলমি শাক ৮. পাট শাক ৯..চাল কুমড়া
+5
Mohammad Humayun Kabir, Faozia Banu and 111 others
23 Comments
Like

 

Comment
Share

23 Comments

Most relevant

  • Virtual Reality Check A mechanical hand giving a thumbs up. sticker
    • Love

       

    • Reply
    • 3w
  • Jamal Hossain

    প্রকৃত মহান মানুষদের গল্প শুনতে খুবই উৎসাহ পাই,চলার পথের হতাশা কাটিয়ে উঠতে পারি।তাইতো আপনার পরবর্তী লেখার জন্য উদগ্রীব থাকি।মহান আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
    • Like

       

    • Reply
    • 3w
  • Lovely Hossain

    মাশাআল্লাহ, আপনার লেখাটা পড়ে অনেক ভালো লাগলো। আল্লাহ আপনাদের সবাই কে ভালো রাখুন।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • Nupur Ahmed

    Very nice writing. Stay well, stay healthy.
    • Like

       

    • Reply
    • 3w
  • Md Mijanur Rahman

    সত্যিই দেখে মুগ্ধ হয়ে গেলাম, যেন মনে হচ্ছে বাংলাদেশের একখণ্ড গ্রাম কানাডায় জন্ম নিয়েছে।
    এই সফল পুরো দেশবাসীর, প্রকৃতির ছোঁয়া মাখা অনুভূতি আপনাকে উপহার দিলাম।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
    • Like

       

    • Reply
    • 3w
  • Feroz Ahmed

    Alhamdulillah. Nice expression.
    No Regrets An image in the traditional American tattoo style. It depicts a hand with long red nails holding a red rose. sticker
    • Like

       

    • Reply
    • 3w
  • Mosaddak Hossain Oldnan

    রাষ্ট্রের রাষ্ট নায়ক যখোন সৎ হয়, প্রকৃত চিক্ষা যখোন তার জনগণ গ্রহন করেন এবং পরিশ্রমি জাতিতে রুপ নেয় তখোন তাকে দমিয়ে রাখা জায়না।
    ভাল লাগল লেখা গুলো পড়ে, কতইনা সুন্দর দেশ ক্যানাডা আর কতইনা সুন্দর মানষিকতা এই দেশের।
    ভালো থাকবেন।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • Syed Zakir Hossain

    ধন্যবাদ শুভকামনা
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • Suriya Akther

    সত্যিই দেখে মুগ্ধ হয়ে গেলাম!!
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • Shoriful Islam

    শানু আলম ভাইর সাথে আপনার ছবি দেখেছিলাম
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • এড.মাজেদ জাহাঙ্গীর মিঠু

    আলহামদুলিল্লাহ
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • Jubayer Hossain

    Excellent
    • Like

       

    • Reply
    • 3w
  • Mozibur Rahman Mridha

    Alhamdulillah
    • Like

       

    • Reply
    • 3w
  • Bilkis Jahan Shireen

    কানাডার সফলতা নয়, আপনিই একজন সফল মানুষ ।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • Meru Akther

    পরিবার টি দেখিয়ে দিলো বাঙালিরা আসলেই বুদ্ধি, কৌশল,ও শ্রমের দিক দিয়ে যেমন যুদ্ধ জয় করেছে, তেমনি বিদেশেও সাফল্য অর্জন করেছে।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • Shojeeb Ahmed

    যতই শুনি ততই অভিভূত হই। এমন মহান মানুষদের দেশে যাওয়ার জন্য, তাদের কাছ থেকে শেখার জন্য আকুল হয়ে যাই। অনেক বেশি অনুপ্রেরণা পাই। চেষ্টা করছি, আল্লাহ চাইলে যাবো ইনশাআল্লাহ…
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • Helena Parvin

    খুবই ভাল লাগলো। মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই। সব মানুষই সৎ চরিত্রের। আমরা যদি এমন হতাম!! হয়তবা কোন একদিন আমার বাংলাদেশ ও এমন দেশ হবে!!
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • Active

    Soikot Ahmed

    বাঙ্গালী জাতি বীর এর জাতি ভদ্রলোক তার প্রমাণ দিলেন তার পরিশ্রম এবং সব শেষে তার সফলতা অর্জন করে।খুব ভালো লাগলো একজন সফল মানুষের জীবন যুদ্ধে সফলতা অর্জন এর গল্পো পড়ে।আরো ভালো লাগে ,যখন দেখি একজন সফল মানুষ গল্পোটা বলে।তখন নিজেকে ঔ সব মানুষ এর মতো করে গড়…

    See more
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • Maksuda Parveen Liza

    Nice writing.
    • Like

       

    • Reply
    • 3w
  • Faozia Banu

    শুভ কামনা স্যার
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3w
  • Jusna Kiron

    Thank-you somuch . Ami onek muggdo hoy apnar likha ta pore . Apnake Allah onek nek Hyat den
    Amader sobar maje apnader moto manusder chy. Thank you..
    • Like

       

    • Reply
    • See Translation
    • 2w