
আমি বইটা সম্পুর্ন পড়েছি। স্যার আমাকে মেইল করেছিলেন। আমি স্যারকে কখনো দেখিনি। কিন্তু এই বইয়ের লেখনী পড়ে আমার মনে হচ্ছিল আমি স্যার কে বাস্তবেই দেখেছি।যত পড়ছি ততই মনে হচ্ছিল তার ছেলেবেলা থেকে এপর্যন্ত প্রতিটি মুহূর্ত আমার দেখা।
দুর্ভাগ্য – এমন প্রানবন…
Narshid Jahan পড়েছেন জেনে ভালো লাগলো।বইটির ৪০০ কপি ছাপানো হয়েছে। মামা বিভিন্ন জনকে উপহার পাঠিয়েছেন।
-
- Dulal Mazumder দাদা, মামা বই বিক্রি করেন না। আপনি তাঁকে ইনবক্সে বা ইমেইলে অনুরোধ করতে পারেন।তিনি ইলেকট্রনিক কপি পাঠিয়ে দেবেন।
Error! Filename not specified.Dulal Mazumder
এক কপি কিনতে চাই।Ad Tariqul Islam
- মামা আপনি তো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন
- Ad Tariqul Islam ১৯৬৩ সালে মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে কানাডায় চলে গেছেন। মামা আমাদের গর্ব।
- Faizun Nahar
- বইটা আমার কাছে আছে। মানবজীবন গঠনে শ্রদ্ধেয় আব্দুর রাব্ব একজন আদর্শ দৃষ্টান্ত। মহান আল্লাহ পাক তাঁকে হায়াত দরাজ করুন। আমিন।
- Quamrun Nahar Munni
- Faizun Nahar আমিন। ধন্যবাদ আপা। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন।
- Helena Parvin
- Helena Parvin
- সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য ড,আব্দুর রাব স্যার কে ধন্যবাদ জানাছি। তার জীবনী সিনেমাকে ও হার মানায়। আমি যেন এক নিশ্বাসে বইটি পড়েছি। বই পড়ার সময় মাঝে মাঝে হেসেছি, কেঁদেছি ও, কখন ও আতংকিত হয়েছি। এরপর কি হবে এটা জানার জন্য উদগ্রিব হয়েছি, নিশ্বাস যেন বন্দ হয়ে যাওয়ার মত। এবং নিজের জীবনের অনেক পাওয়া না পাওয়ার সান্ত্বনা পেয়েছি। ভেবেছি ছাত্র জীবনে যদি বইটি পড়তে পারতাম! তাহলে জীবনটা অন্যরকম হত হয়তবা। তবে এখন যদি আমাদের ছেলে মেয়েদের বইটি পড়তে উৎসায়িত করতে পারি,তাহলে আশাকরি এরা হতাশাগ্রস্ত হবে না,অল্পতে ভেঙে পড়বে না, সৎ ইচ্ছা ও পরিশ্রম করলে আল্লাহ বিমুখ করেন না, সেটা বুঝবে। সর্বোপরি বইটি সুন্দর জীবন গঠনে সহায়ক হবে বলে আমি মনে করি। মুন্নি মামনির এই দায়িত্বশীল পোস্ট দেওয়ার জন্য আমার অনুভূতি প্রকাশ করতে পারলাম। তাই ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই মামনি ও লেখক কে। তাদের জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা রইল I
- Quamrun Nahar Munni
- Helena Parvin সত্যিই মামার জীবনের উত্থান যে কোন মানুষের জন্য দৃষ্টান্তমূলক। যদি তরুণ সমাজ এ বইটি পড়েন তাহলে তারা আর হতাশায় ভুগবেন না। কীভাবে জীবন যুদ্ধে জয়ী হতে হয় সেই পাঠ নিতে পারবেন। ধন্যবাদ খালা, ভালো থাকবেন সব সময়।
- Md. Ishaque Ali Khondoker
Congratulations to the writer who paints and brands Bangladesh’ the greenaries of Bengal’
Most Relevant is selected, so some replies may have been filtered out.
Adv Gazi Shahid ধন্যবাদ ভাই আপনাকে।
Md. Ishaque Ali Khondoker সশ্রদ্ধ ধন্যবাদ স্যার আপনাকে। দোয়া করবেন। আল্লাহ আপনার মঙ্গল করুন।
অভিনন্দন!
লেখকের প্রতি শ্রদ্ধা।
Bilkis Ranu ধন্যবাদ আপা। শুভ কামনা রইলো।
লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধা।Error! Filename not specified.
লেখক এর জন্য আন্তরিক দোয়া ও শ্রদ্ধা জানাই
Mahmuda Khanom ধন্যবাদ আপা। শুভ কামনা রইলো।
সমাজে ভালো মানুষ আছে বলে আমরা এখনো বেচে আছি। আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে আরো বড় কিছু করার সুযোগ দিন।
Nazrul Islam আমিন। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।
ভালো বই হোক সুধীজনদের নিত্য সংগী।
Most Relevant is selected, so some replies may have been filtered out.
Md Idris ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
View 1 more reply
আপনার লেখা পড়ে লেখকের প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেল। তাঁর বইটি ক্রয় করব ইনশআল্লাহ।
Ah Miron ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।
View 1 more reply
Most Relevant is selected, so some replies may have been filtered out.
আপা আমি একটা বই চাই আপনার কাছে এটা আমার দাবি
।উনি আমার আত্মিয়।উনাকে নামে চিনি। কিন্তু কখনও চোখে দেখিনি। আমার একজন চাচি উনার বাড়ির মেয়ে। উনার আত্মিয়।আমার আট বছর বয়স থেকে উনার কথা তার মুখে অনেক শুনেছি।
Most Relevant is selected, so some replies may have been filtered out.
Fateha Rahman ভাবি,আপনি মামাকে ইনবক্সে অনুরোধ করুন প্লিজ।
আপা আপনার কাছে কপি থাকলে আমাকে একটা দিয়েন ,আমি ইলেকট্রনিক মিডিয়াতে বেশী পড়তে পারি না।
Relevant is selected, so some replies may have been filtered out.
Author
Kawsari Khanam মামা আমাকে এক কপি উপহার পাঠিয়েছেন। সময় মতো দেওয়া যাবে।
ওনার প্রতি রইল সীমাহীন শ্রদ্ধা।
আমি বইটির একটা কপি পেতে চাই, মুন্নি। কিভাবে পাবো, জানাবেন।
Ahsanullah Habib লেখককে ইনবক্সে অনুরোধ করলে তিনি ইলেকট্রনিক কপি পাঠিয়ে দেবেন।
ম্যাম তিনি হয়তো অনেক আগে থেকেই দেশের বাহিরে অথবা বরিশালের বাহিরে ছিলেন যার কারনে আমাদের এইদিকে এই নামটা অপরিচিত রয়ে গেছে তবে কিছু মানুষ বা গ্রামের আশেপাশের মানুষ চিনে, তবে এই বর্তমান তরুন সমাজ তাকে না চেনারই কথা।
MD Asif Mahmud পুরো লেখাটা পড়ে দেখো, মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে ১৯৬৩ সালে কানাডা চলে গেছেন। এই দীর্ঘদিনে অনেক কিছুই স্মৃতির অতলে তলিয়ে যায়।
অভিনন্দন!
লেখকের প্রতি শ্রদ্ধা!
Thanks Quamrun Nahar Munni Apa ..
Mahbub Liton আপনাকেও ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।