কয়েকটা বিশেষ দরকারি কথা: দীর্ঘ জীবন ও সুস্বাস্থ
বন্ধুরা হয়তো লক্ষ্য করবেন যে আমি আমার পোস্টগুলোতে সেই কথাগুলোই লিখি যা মানুষের উপকারে আসতে পারে। বর্তমান পোস্টটায় আমি আমার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কয়েকটি কথা বলবো যা বিশেষ করে মানুষের উপকারে আসতে পারে। আমি আজ কথা বলবো দীর্ঘ জীবন ও সুস্বাস্থ সম্বন্ধে।
আলহামদুলিল্লাহ আমার উপর আল্লাহ ছুবাহানাহু তা’য়ালা’র রহমত অশেষ। মানুষ যা সাধারণত চায় তা সৃস্টিকর্তা আমাকে সবই দিয়েছেন –শিক্ষা, সুসন্তান, সহায় সম্পদ, মান সন্মান, এবং মানুষের ভালোবাসা। আমার জন্য আল্লাহর সবচাইতে বেশি মূল্যবান উপহার হলো দীর্ঘ জীবন ও সুস্বাস্থ। আমি সেই কবে এই পৃথিবীতে পদার্পন করেছি ! আর কয়েকদিন বেঁচে থাকলে আমার বয়স হবে ৮৭ বছর। মাশাল্লাহ আমার কোনোদিন বড়ো কোনো অসুখ বিসুখও হয়নি। আলহামদুলিল্লাহ আমি এখনও গাড়ি চালাই, আমার পন্টন স্পিড বোট চালিয়ে ক্যানাডা ও আমেরিকার মাঝখানে স্যাম্পলেন লেকে মাছ ধরি, আমার মন্ট্রিয়লের ছোট ব্যবসাটি চালাই, এবং পাবলিক বক্ত্রিতা দেই । মাশাল্লাহ আমার লেখাপড়ার অভ্যাসটা আগের মতোই রয়ে গেছে । আমার স্বপ্নের প্রথম বাংলা বইখানা–বরিশালের ধানক্ষেতের লাঙ্গল ছেড়ে এসে ক্যানাডার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক–কয়েক সপ্তাহ আগে প্রকাশিত হয়েছে । আর দুখানা বই –ছোট গল্প আর ছবি–এবং Tales from the East and the West — লেখা সন্তোষজনক ভাবেই এগিয়ে যাচ্ছে। আমি ক্যানাডা থেকেই আমার বাংলাদেশের দাতব্য কাজের প্রকল্পগুলি তত্ত্বাবধান করি, এবং বিভিন্ন বিষয়ে সাহায্য করার জন্য অনেক বাংলাদেশী বন্ধু এবং আত্মীয়দের সাথে যোগাযোগ করি।
এখন প্রশ্ন হলঃ আমার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কারণগুলো কি? সম্ভবত তাৎক্ষণিক উত্তর হল: গত ৬০ বছরের ক্যানাডার উচ্চ মানের জীবনযাত্রা, উন্নত মানের ভেজাল- ফ্রি খাবার, সেরা চিকিৎসা পরিষেবা, উন্নত পরিবেশ, ইত্যাদি। আমি নিশ্চিত যে এই উত্তরটি অনেকটা ঠিক। তবুও আমি মনে করি আরো অনেকগুলো কারণ আমার দীর্ঘ এবং স্বাস্থ্যবান জীবনে অবদান রেখেছে। এই কারণগুলো জানলে পাঠকের হয়তো কিছুটা উপকার হতে পারে।
আমি প্রথমেই বলব যে আমি ধূমপান করে, ড্রাগ ব্যবহার করে বা অ্যালকোহল পান করে আমার শরীরের উপর অত্যাচার করিনি। এর যে কোনো একটি ব্যবহার করেই একজন মানুষ তার শরীর ধ্বংস করে দিতে পারে। একদিন আমি আমার এক পিএইচ. ডি বন্ধুকে আমার বাড়িতে নিয়ে এসে তাকে আমার ছেলের চিকিৎসা বিষয়ক পাঠ্যপুস্তকের একটা পৃষ্ঠা খুলে দেকলাম। সেখানে লেখা ছিল যে তার মতো একজন রুগী ধূমপান বন্ধ না করলে সে মারা যাবে। আমার বন্ধু ধূমপান বন্ধ করেনি, এবং কিছুদিন পরেই সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে।
আমি আমার জীবনে কখনও চরম পন্থা অবলম্বন করিনি। খাওয়া, ঘুম, কাজকর্ম — জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি মধ্যপন্থা অনুসরণ করেছি।
আমাদের শরীরকে পুষ্টিকর খাদ্য এবং পানীয় সরবরাহ করা দরকার। আমি মাছ, মুরগির মাংস, সবজি, ডাল, সালাদ, দহি, এবং প্রচুর ফল খাই। আমি অনেক ধরনের বাদাম খাই –কাঠ বাদাম, আখরোট, চিনাবাদাম ইত্যাদি । আমি পানি , দুধ এবং ফলের রস পান করি। আমি গরুর মাংস এবং খাশির মাংসের মতো লাল রঙের মাংস এড়িয়ে চলি। আমি লবণ এবং চিনিও এড়াতে চেষ্টা করি।
ইংরেজিতে বলে : ” যা কিছু নড়াচড়া করে তা ই চলতে থাকে।” তাই আমাদের শরীর ভালো রাখতে হলে আমাদের পর্যাপ্ত ব্যায়াম করা প্রয়োজন। আমি অনেক কাজে ব্যস্ত থাকি। এতে আমার অনেক ব্যায়াম হয়। তা সত্ত্বেও আমি একজন প্রশিক্ষকের নির্দেশ অনুসারে জিমনেসিয়ামে নিয়মিত ব্যায়াম করি।
এই মুহুর্তে আমি একটি বিশেষ মন্তব্য করব। আমার মন্তব্যটি যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এই মন্তব্যটি পাগলের প্রলাপ মনে করে এড়িয়ে যেতে পারেন।
আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে আমার জীবন নিয়ে আল্লাহর একটা বিশেষ পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা অনুসারে তিনি আমাকে একজন দরিদ্র চাষির ঘরে পাঠিয়েছিলেন, এবং দারিদ্র্য, অপুষ্টি, রোগ ইত্যাদির ভেতর বড়ো করেছিলেন। আল্লাহ আসলে আমার প্রথম জীবনকে আমার পরবর্তী জীবনে তাঁর লক্ষ্যগুলির জন্য একটি প্রশিক্ষণ ক্ষেত্র হিসাবে ব্যবহার করেছিলেন। যেমন ধরুন তিনি আমাকে দারিদ্র্যের অভিজ্ঞতা দিয়েছিলেন যাতে পরবর্তী জীবনে তিনি যখন আমাকে পর্যাপ্ত সহায় সম্পদ দেবেন তখন যেন আমি দরিদ্রদের ব্যাথা সহজে উপলব্ধি করতে পারি, ও তাদেরকে সাহায্য করতে আগ্রহী হই।
যেহেতু আমাদের টাকা ছিল না, আমাকে ঝোপ জঙ্গল, পুকুর খাল থেকে আমার ও আমার পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে হয়েছে : কচুশাক, কচুর লতি, ঢেকির শাক, কলমি শাক, শাপলা, ইত্যাদি। অনেক সময় ভাতের বদলে মিষ্টি আলু খেতে হয়েছে । আমি প্রায় প্রত্যেক দিন মাছ ধরতাম। আমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রখর রোদে হাল চাষ ও খেতখামারের অন্যান্য কাজে ব্যাস্ত থেকেছি। এখন পাঠক বুঝতে পারেন যে এই সমস্ত কিছু কতটা দরকারী ছিল। এখন আমাদেরকে বলা হচ্ছে যে আমি যে খাদ্যখাদক ঝোপ জঙ্গল, খাল বিল থেকে সংগ্রহ করে খেয়েছি, এবং মিষ্টি আলু –সবগুলোই সুপার ফুড। এমনকি প্রখর রোদে সারাদিনের কঠোর পরিশ্রমও আমার শরীরকে পরবর্তী জীবনে সমস্ত ঝড়-ঝাপ্টা সহ্য করার জন্য শক্তিশালী করে দিয়েছে ।
পাঠক, দেখুন আল্লাহর পরিকল্পনা। আমাকে বহুদিন বাঁচিয়ে রাখা ছিল তার পরিকল্পনা। তাই তিনি আমাকে গরিব ঘরে পাঠিয়ে ঝোপ জঙ্গল, খাল বিল থেকে পুষ্টিকর খাবার খাইয়েছেন, এবং শরীর মজবুত করার জন্য আমাকে প্রখর রোদে সাতদিন আকাশের নিচ্ছে খাটিয়েছেন। আমাদের মনে রাখতে হবে মিষ্টি আলু একটা সুপার ফুড I
ধর্মীয় কর্মকান্ডকে আমি খুবই উপকারী মনে করি। আধ্যাত্মিক সুবিধা ছাড়াও এই কার্যকলাপগুলি আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্বাস্থ রাখে, আমাদের জীবনে শৃঙ্খলা আনে, আমাদের মনে মন্দ কাজের বিরুদ্ধে একটি ঢাল তৈরী করে, আমাদের মনকে উত্তেজনা মুক্ত করে, এবং আমাদের আত্মাকে শান্তি দেয়। আমাদের প্রভুকে আমাদের বারবার স্মরণ করতে হবে। বিভিন্ন সময়ে আমি তাকে বিভিন্ন নাম বা দোয়ার মাধ্যমে স্মরণ করতে পছন্দ করি। আমি তাকে উচ্চস্বরে ডাকতে ভালোবাসি যখন আমি একা দরজা জানালা বন্ধ করে আমার গাড়ি চালাই । আমি তখন তার নাম অন্তরে উপলব্ধি করি, মৌখিকভাবে বর্ণনা করি, এবং কানে শুনতে পাই। কুরআন পড়া এবং অন্যদের কুরআন তেলাওয়াত শোনাও গুরুত্বপূর্ণ। আজানের ধ্বনি শোনাও আমাদের আত্মার জন্য উপকারী।
পরিশেষে আমি কিছু কথা বলব যা আপনাকে অবাক করে দিতে পারে। আমি মনে করি আমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুতে ফেস বুকেরও কিছুটা অবদান আছে। আমি অবশ্যই আপনাকে আমার এই বিবৃতিটির ব্যাখ্যা দেব।
একটি সুস্থ এবং দীর্ঘ জীবনের জন্য আমাদের প্রয়োজন ভালো শরীর এবং সুখী মন। আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যে ফেসবুক আমাকে অনেক আনন্দ দিচ্ছে। সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে, আমার চার হাজার দুইশতের বেশি বন্ধু আছে। এই বন্ধুদের একটি বড় অংশ আমাকে চেনেন এবং আমার সাথে যোগাযোগ করেন। যেহেতু আমি একজন মুসলিম বাংলাদেশী ক্যানাডায় প্রায় 60 বছর ধরে বসবাস করছি, পূর্ব এবং পশ্চিম দেশগুলো সম্বন্ধে আমার কিছুটা জ্ঞ্যান আছে, এবং আমি প্রায় সারাজীবন পড়াশোনার জগতে কাজ করেছি, তারা আমার কাছে অনেক বিষয়ে তথ্য এবং পরামর্শ চান। তারা আমাকে ভালোবাসেন এবং সম্মান করেন । ঘনিষ্ঠ বন্ধুদের অনেকেই আবার নতুন আত্মীয় হয়েছেন। তারা আমাকে ডাকেন দাদু, দাদা ভাই, ভাইজান, মিয়াভাই, চাচাজান, মামা, ইত্যাদি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু নতুন আত্মীয়-স্বজন এখন আমার পরিবারের সদস্য হয়েছেন । তাদের বিয়ে, গরু কেনা, ঘের থেকে মাছ ধরে বিক্রি করা, এবং ছেলেমেয়েদের লেখাপড়া সহ তাদের নানা কাজে আমি জড়িত আছি। এই ধরনের যোগাযোগ এবং বিভিন্ন উপায়ে মানুষকে সাহায্য করার ক্ষমতা আমাকে খুব আনন্দ দেয় ।
আমি দুঃখিত যে এই পোস্টটি খুব দীর্ঘ হয়ে গিয়েছে। আসলে বর্তমান বিষয়টির প্রতি সুবিচার করতে আমার একখানা ছোট বই লেখা উচিত ছিল।
আমি আপনাদের কাছে সুস্বাস্থ্য, দীৰ্ঘায়ু এবং অনেক ভালো কাজ করার সামর্থ ও ইচ্ছা থাকার দোয়া চাচ্ছি।

 

  • anur Rahman Laskar

    আপনার প্রতিটি লেখায় অনেক কিছু শেখার থাকে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ি।

    Syed Tarique-Uz Zaman

    আপনার কতগুলো কথা খুবই মূল্যবান এবং কেজো। আমি বেশীরভাগ ক্ষেত্রেই সহমত, বিশেষ করে “যা কিছু নড়াচড়া করে তাই চলতে থাকে” এবং মধ্যপন্থা অনুসরণ। আপনি আরো অনেক বছর ভাল থাকেন, মানব কল্যানে আরো অনেক অবদান রেখে যান সেই দোয়া আর প্রত্যাশা থাকবে!Abdur Rabb
    Mizanur Rahman Laskar Wow Bhai Shaheb! Have you completed reading this long piece already? Why don’t you let me know your opinion on each point of this write-up ?Mizanur Rahman Laskar
    Abdur Rabb ইনবক্স চেক করলে পাবেন।Monique Lee
    I enjoyed reading this inspiring post.Shahenul Islam
    আপনার লেখা পড়ে অসম্ভব ভালো লাগে। মোটিভেশনাল স্পিচ স্যার। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানুতায়ালা আপনাকে দীর্ঘ হায়াত ও আনন্দময় জীবন দান করুন।রওনক-ই- জাহান আমাতুল্লাহ
    আপনার লেখা পড়ে অসম্ভব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। মহান দয়ালু আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত ও আনন্দময় জীবন দান করুন।Azad Abul Kalam
    Long liveMd Zahedul Islamস্যার, আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহ তায়ালার রহমতে আপনারা ভালো আছেন। আপনার লিখা পড়তেই ইচ্ছে করে। আপনার বই আকারে লিখাগুলোপাব কীভাবে?Abdul Khaleque
    ভাল পরামর্শ। উপকৃত হলাম।Sorma Mallickআদাব,আপনি শতায়ু হন ,আমি শুধু এই প্রার্থনাটাই করবো। কারন সমাজকে আরও ভাল কিছু উপহার দিয়ে যান। ভাল থাকবেন সবাই মিলে।Parveen Choudhry
    My dearest Rabb Uncle, thank you so much for sharing every instrumental part of your life with us.Just today in fact, the topic of today’s Jhumu’ah’s khutba was about sharing knowledge, being regarded as a form of charity.…See more

    Nayema Aman

    بارك الله في حياتك وعلمك وعملك.
    আলহামদুলিল্লাহ। লেখাটা পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন স্যার।Muhammad Shah Wali Ullahশ্রদ্ধেয় ভাই জান,আসসালামু আলাইকুম। আপনার গুরুত্বপূর্ণ লেখাটি পুরো পড়েছি, দিক নির্দেশনা মুলক অনেক বিষয় জানার সুযোগ করে দেবার জন্য অনেক ধন্যবাদ।Mousumi Khan
    আসসালামু আলাইকুম মামা ।মহান আল্লাহতায়ালা আপনাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন আমিন ।Shah JahanMany thanks for sharing from your real life experience. May Allah grant you good health and a long & happy life.I think it will be helpful if you write a book with greater details about your lifestyle.Moassel Hossain Shimulধন্যবাদ স্যার সুন্দর পরামর্শ এর জন্য। ছন্দা খুরশীদখুব ভালো লাগলো ভাইয়া।। আরও অনেক কিছু জানতে পারলাম।। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরও দীর্ঘজীবি করুন।।Barek Moral
    আপনার উপদেশ মূলক লেখার জন্য ধন্যবাদ।Abed Khanধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য Fakhrul Islamসুন্দর ও অনুকরণীয় পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ পাক আপনাকে সুস্বাস্থ্যের সাথে নেক হায়াত দান করুন। আমীন সুম্মা আমীন।

    Muhammad Habibullah

    Assalamualaikum. Sir, many many thanks for your valuable advice.

    Maktub Hasan

    ধন্যবাদ স্যার। আপনার যাপিত জীবনের অভিজ্ঞতা আমাদের চলার পথে সাহস ও শক্তি যোগাবে। আপনার লেখা প্রতিটি লাইনই অনুপ্রেরণা মূলক।
    বিশেষ করে সৃষ্টিকর্তার প্রতিটি বিচারের প্রতি আপনার অবিচল আস্থা ও সন্তুষ্টি আমাকে খুব মুগ্ধ করেছে।

    আমাদের মানসিক ও আধ্যাত্মিক উন্ন…See moreস্নিগ্ধা অপরাজিতামাআশাল্লাহ! শুভকামনা!!

    দোয়া করবেনMizanur Rahman Laskarভাই, আপনার লেখা কয়েকবার পড়লাম। প্রথমবার পড়া শেষ করে আপনাকে ইনবক্সে মেসেজ দেই। কিন্তু বার বার মনে হচ্ছিল কি যেন একটা মিসিং। ধরতে পারছিলাম। আপনি সোনার টুকরা নয় হিরার টুকরা ভাবী সাহেবার কথা উল্লেখ করেন নি। উনিও মহান আল্লাহ তায়ালা কতৃক প্রদত্ত আপনার …

    See moreNuruddin Mahmudঅনেক সুন্দর পোস্ট , দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত দান করে

    Mizanur Rahman MiltonAllah aponake aro nek hayat dan korunMizanur Rahman Milton

    হে আল্লাহ আপনি এই মানুষটিকে আরো নেক হায়াত দান করুন। আমাদের এই পৃথিবিতে এমন ভালো মানুষ গুলোর কারনে মনুষ্যত্ব, সমাজ, দেশ অনেক ভালো থাকে। Maksuda Shammy

    অসাধারণ লেখা।আলহামদুলিল্লাহ।আল্লাহ আপনাকে সুস্থ ও নেক হায়াত দান করুন মিয়াভাই।LutforRahman আসসালামু আলাইকুম। আপনার লেখাটি সম্পূর্ণ পড়েছি। আমি মাঝেমধ্যে আপনার লেখাগুলো, ছাত্রদের মাঝে আলোচনা করি এবং আপনার উপদেশগুলো তাদের মধ্যে ছড়িয়ে দেই। আল্লাহ আপনাকে অমৃত সুস্থতা দান করুন আমীন।Jubayer Hossain

    আলহামদুলিল্লাহ

     

    আমাদের মানসিক ও আধ্যাত্মিক উন্ন…

    See more

    স্নিগ্ধা অপরাজিতা

    মাআশাল্লাহ! শুভকামনা!!
    দোয়া করবেন

    Mizanur Rahman Laskar

    ভাই, আপনার লেখা কয়েকবার পড়লাম। প্রথমবার পড়া শেষ করে আপনাকে ইনবক্সে মেসেজ দেই। কিন্তু বার বার মনে হচ্ছিল কি যেন একটা মিসিং। ধরতে পারছিলাম। আপনি সোনার টুকরা নয় হিরার টুকরা ভাবী সাহেবার কথা উল্লেখ করেন নি। উনিও মহান আল্লাহ তায়ালা কতৃক প্রদত্ত আপনার …

    See more

    Nuruddin Mahmud

    অনেক সুন্দর পোস্ট , দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত দান করে

    Mizanur Rahman Milton

    Allah aponake aro nek hayat dan korun

    Mizanur Rahman Milton

    হে আল্লাহ আপনি এই মানুষটিকে আরো নেক হায়াত দান করুন। আমাদের এই পৃথিবিতে এমন ভালো মানুষ গুলোর কারনে মনুষ্যত্ব, সমাজ, দেশ অনেক ভালো থাকে।

    Maksuda Shammy

    অসাধারণ লেখা।আলহামদুলিল্লাহ।আল্লাহ আপনাকে সুস্থ ও নেক হায়াত দান করুন মিয়াভাই।
  • Lutfor Rahman

    আসসালামু আলাইকুম। আপনার লেখাটি সম্পূর্ণ পড়েছি। আমি মাঝেমধ্যে আপনার লেখাগুলো, ছাত্রদের মাঝে আলোচনা করি এবং আপনার উপদেশগুলো তাদের মধ্যে ছড়িয়ে দেই। আল্লাহ আপনাকে অমৃত সুস্থতা দান করুন আমীন।
  • Jubayer Hossain

    আলহামদুলিল্লাহ
  • Narshid Jahan

    আপনার প্রতিটি লেখায়ম অনেক কিছু শেখার থাকে। কথা গুলো খুব ই মূল্যবান। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ি।
  • Hasnur Rashid Babu

    আমি সেদিন কথা বলেই বুঝে ফেলেছি, – আপনি প্রাণচাঞ্চল্যে ভরপুর একজন মানুষ।
    বয়স আপনার কাছে হার মেনেছে।

    আপনি আমাদের কাছে অনুকরণীয় অভিভাবক। …

    See more
  • Muhammad Siam

    অনেক সুন্দর পোস্ট দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্হ ও নেক হায়াত দান করুণ আমীন❤️
  • Rashida Hossain

    আলহামদুলিল্লাহ। দাদা বরিশালের গুন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
  • Ejamee Bablu

    আল্লাহ্ সুবহানাতাআলা আপনার সহায়
    হোক।
  • Lovely Hossain

    আলহামদুলিল্লাহ, মিয়া ভাই আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো, আর সেই সাথে অনেক কিছু শিখলাম দোয়া রইলো আপনার পরিবারের সবার জন্য। আল্লাহ আপনাদের ভালো রাখুন, নেক হায়াত দান করুন।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Zeneya Rahman Piary

    অসাধারণ কথামালা
  • Shamima Akter

    আপনার লেখা বা এক অর্থে পরামর্শগুলো খুব উপকারী যদি আমরা সেটা নিতে পারি। কিন্তু সবাই জীবনের বাস্তবতাকে সেভাবে দেখেওনি, তাই উপলব্ধি করাটাও তাদের জন্য কষ্টসাধ্য। আপনি গ্রামীণ জনপদের বাস্তবতার মধ্যে বেড়ে উঠেছেন, আর সেটা মনে রেখে পরবর্তী জীবনকে এগিয়ে নিয়ে গি…

    See more
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Ali Hasan Jewel

    এমন পোষ্ট সুদীর্ঘ হলেও আগ্রহের সাথে পড়া যায়।
    জাযাকাল্লাহ খইরান।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Nasima Kabir

    আলহামদুলিল্লাহ
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Mosharaf Hossen

    স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ; আপনার সুখী জীবনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Baki Billah

    চমৎকার, স্যার
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Mosaddak Hossain

    স্যার, আমার ছালাম নিবেন, আপনার পরামর্শ মুলক পোষ্ট অনেক মুল্যবান, আশাকরি এই ধরনের পোষ্ট আরো পাব।
    ভাল থাকবেন এবং আল্লাহ্ পাক আপনাকে সকল রকমের সুস্থতায় রাখুন।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Active

    Thats Nice GIF by AnimatedText

    GIPHY
    • Like

       

    • Reply
    • 5d
  • Mahbubul Haque Syed

    ধন্যবাদ বন্ধু Abdur Rabb, আপনার জীবনের খুঁটিনাটি দিকগুলো অন্যের বোধদয় সৃষ্টিতে অনেক সুন্দর করে উপস্থাপন করলেন। কেউ না কেউ অবশ্যই উৎসাহিত হবেন।
    ভালো থাকুন, সুস্থ্য থাকুন বন্ধু আমার।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Rtn Kamrun Nahar Kumkum

    শিক্ষনীয় পোস্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ আপনাকে সুস্থ দীর্ঘ জীবন ও নেক হায়াত দিন দোয়া রইল।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Meru Akther

    মিয়া ভাই আমি আপনার প্রতিটা লেখাই পরি, অনেক সময় মন্তব্য করা হয়না, আপনার সব লেখা পড়তে আমার ভালো লাগে, আমি অপেক্ষায় থাকি পরবর্তী লেখা পরার জন্য। আজকের লেখাটা অনেক বেশি ভালো লেগেছে,কারন আমার ঘরের মানুষ কথা শোনে না,তাকে আজ লেখাটা পরে শোনালাম, এখন জদি স…

    See more
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Munshi Bashir

    অসাধারণ জীবনের গল্প !!

    আপনার অতীত ও বর্তমান অনেক পার্থক্য এবং উক্ত পার্থক্য সৃষ্টি করার পিছনে আপনার বৃহৎ অবদান।আপনি নিশ্চয়ই প্রমাণ করে দিয়েছেন যে,প্রবল শ্রম ও নিয়ম কানুনের মাধ্যমে মানুষ অসাধারণ উদাহরন নির্মান করতে সক্ষম।অসহায় মানুষের প্রতি আপনার ভালবা…

    See more
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Abul Zaker

    আলহামদুলিল্লাহ
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • DrMst Jahanara

    আল্লা আপনার মনের আশা পূরন করুক।আর আপনার সুস্থ ও সুখি জীবনের কথা লিখতে পারেন।আপনার লেখা পড়তে খুব ভালো লাগে কারন ছোট বেলার ঐ কষ্টের জীবন আমারও ছিলো।আপনি যেমন করে কলমি শাক্,লতি,শাপলা তুলে পরিবারকে সাহায্য করেছেন।আমিও যে তাই।স্কুল থেকে এসে বুনো কচু,মাটির আ…

    See more
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Afia Khatun

    পড়ে খুব ভালো লাগলো, এভাবে আপনার লেখা পড়ে আমরা অনুপ্রাণিত হতে চাই।শুভকামনা আর ধন্যবাদ স্যার।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 5d
  • Active

    Tarik Choudhury

    Assalamu Alikum wa rahmatullah wa barakatahu Alhamdulillah we are well. Rabi Al-Akhar Mubarak. Maashaaa Allah laaquwwaata ellaa billah Congratulations. Please keep us all in your duas 🙏 ❤ 💖 💓 ♥ 💕 🙏. Khalu, we love ❤ your real life experience story…

    See more
    • Like

       

    • Reply
    • 5d
  • H M Shamim Ahamad

    সবটুকু পড়লাম। খুব ভালো লাগছিল।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 4d
  • Active

    Abu Sayd

    I have gone trough all advice as described here , which are all masallah beautiful informtion for us. In future we want more.Thank you very much .
    • Like

       

    • Reply
    • 4d
  • Jamal Hossain

    মাশাআল্লাহ মহান আল্লাহ পাক আপনাকে শতায়ু দান করুন,আমিন।কাকা আপনার লেখা আমার কাছে দীর্ঘ মনে হয় নাই।আপনার লেখাগুলো পড়ে হতাশা কেটে যায়।আপনি এখন আমাদের বাতিঘর ❤️
    • Like

       

    • Reply
    • See Translation
    • 4d
  • M.m. Mostafa Jamal Chowdhury

    জীবন সম্পর্কে আপনার উপলব্ধি ও তা আপনার fb বন্ধুদের সাথে শেয়ার করার বিষয়টি খুবই চমৎকার।
    মহান আল্লাহ আমাদের সকলকে উপলব্ধির এমন বিরল বৈশিষ্ট্য দান করুন যাতে আমরা আমাদের প্রতিপালকের (আল্লাহর) সন্তুষ্টি অর্জনে সক্ষম হই, আমিন।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 4d
  • Mobarak Hossain

    Thanks for your experience Assalamualikum
    • Like

       

    • Reply
    • 4d
  • Active

    Lutfur Rahman

    Your experience and wisdom will inspire others may allah give a long life
    • Like

       

    • Reply
    • 3d
  • Active

    Rashida Banu

    মানুষের মনে অনুপ্রেরণা জাগানোর কাজ করবে এই সুন্দর, স্বচ্ছ ও সাবলীল রচনাটি ।খুবই ভাল লাগল। আরও কিছু তথ্য যোগ করলে ভালই লাগতো। মূল্যবান লেখাকখনও দীর্ঘ বা বিরক্তিকর হয় না।
    • Like

       

    • Reply
    • See Translation
    • 3d
  • Active

    Akm Jahangir

    নেক হায়াত বৃদ্ধির জন্য দোয়া করি।