একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি মানবজাতির জন্য অনেক কিছু করে গিয়েছেন। তিনি অনেক মানুষকে শিক্ষিত করেছেন, চাকরি দিয়েছেন ,এবং তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন। তাঁর বড় কৃতিত্ব ছিল তাঁর ভাতিজা বর্তমান পোস্টের লেখক ডক্টর আবদুর রাব্বের শিক্ষা। তার আর্থিক সহায়তায় আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেছি। আমি আমার বরিশালের চাচা জনাব এলেমুদ্দীন আহমদকে ভালোভাবে চিনতাম। আমি বলতে পারি যে তিনি একজন খাঁটি সুফি সাধক ছিলেন। আমরা দুয়া করি আল্লাহ যেন তার পবিত্র আত্মাকে তাঁর সান্নিধ্যে একজন ওয়ালীর স্থান দান করেন।