আজ বিকেলে গাড়ী চালাবার সময় রেডিওতে এক ভদ্রমহিলার ইন্টারভিউ শুঁনছিলাম । তিনি তার তিনটা বাচ্চা ও স্বামীর সংসার করেও একখানা বাড়ী তৈরী করেছেন। প্লাম্বার ও ইলেকট্রিশিয়ানের কাজ ছাড়া অন্য সমস্ত কাজ তিনি নিজের হাতে করেছেন। তার বাড়ীখানার দাম অর্ধ মিলিয়ন ডলার। এ খবরে আমি একটুও আশ্চর্য্যন্বিত হইনি । আমার ছেলে ১৪ বছর বয়সে আমাদের তখনকার বাড়ীর নিচের তলায় একটা শোয়ার ঘর, একটা বড়ো খেলা ও পার্টি রুম, একটা বাথ রুম, একটা লন্ড্রি রুম ও একটা স্টোর রুম নিজের হাতে তৈরী করেছিল। আমি নিজে গত ৩৬ বছরে অনেক বাড়ীর সংস্কার করিয়েছি। আমি ইচ্ছা করলে এখন একটা নতুন বাড়ী তৈরী করতে পারবো । আমাদের এ কাজ করা সম্ভব হয় কারণ কাঠ ও অন্যান্য মালপত্র রেডিমেইড পাওয়া যায়। বাড়ীঘর তৈরী ও সংস্কারের মালপত্রের দোকানগুলো একেকটা শহরের মতো বড়ো। আপনি টেলিফোনে অর্ডার দিলেও আপনার জিনিসপত্র সময়মতো এসে যাবে। আমি সব সময় একখানা বড়ো গাড়ী রাখতাম শুধু মালপত্র বহন করার জন্য।
কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল স্টোর বাইরে ও ভেতরে।
পশ্চিম দেশে বাড়ীঘর তৈরী করা।