আজ সন্ধ্যায় আমেরিকার সি. বি, এস টেলিভিশন নিউজ একজন ১০৩ বছর বয়সী সক্রিয় মহিলার সাক্ষাত্কার নিয়েছিল I তাকে জিজ্ঞেস করা কোয়েছিলো জীবন তাকে কি শিক্ষা দিয়েছে। উত্তরে তিনি বললেন, “সবাইকে ভালোবাসুন”।
মাত্র দুটি শব্দ, কিন্তু পৃথিবীর সবকিছুর চাইতে বেশি শক্তিশালী।
আমাদের সময়ের একজন মহান ব্যক্তি, আই-কম্পিউটার এবং আই-ফোনের আবিষ্কারক স্টিভ জবস, তার দুনিয়া থেকে বিদায়ের আগে তিনি বলেছিলেন, “আমার সমস্ত টাকা যদি একত্রে স্তূপাকার করে রাখা যায় তাহলে তা একটা ছোট পাহাড়ের রূপ ধারণ করবে। কিন্তু আমার কাছে সে টাকার একটুকুও মূল্য নাই। যা মূল্যবান তা হলো একটু ভালোবাসা।”
আমি এই উভয় ব্যক্তির সাথে একমত। তবে আমি ভালোবাসার সাথে একটি শব্দ যোগ করতে চাই। সেটা হয় যত্ন। আমি যদি আমার স্ত্রীকে প্রতিদিন শতবার বলি যে আমি তাকে ভালোবাসি, এবং আমি তার খুশির জন্য কিছুই না করি, সে ভালোবাসার কোনো মূল্য নাই। তাই আমার মতে জীবনের শিক্ষা হলো ভালোবাসা ও যত্ন।
See Translation

All reactions:
16
Like
Comment
Share